ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৮১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। এছাড়াও ভূমিকম্পের পর থেকে নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে স্থানীয় সময় শনিবার সকালে হাইতিতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২।
ভয়াবহ এ ভূমিকম্পে বহু গির্জা, হোটেল ও ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হযেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সেন্ট লুইস-ডু-সুদ শহর থেকে প্রায় ১২ কিলোমিটার (৭.৫ মাইল) উত্তর-পূর্বে এবং ১০ কিলোমিটার গভীরে (প্রায় ৬ মাইল) ছিল।
এ জায়গাটি রাজধানী পোর্ট–অ–প্রিন্স থেকে ১২৫ কিলোমিটার পশ্চিমে। কিন্তু ভূমিকম্পের মাত্রা এতই বেশি ছিল যে, পোর্ট–অ–প্রিন্সেও কম্পন অনুভূত হয়েছে। কিউবা ও জ্যামাইকার মতো বেশ কয়েকটি প্রতিবেশী দেশেও ভূমিকম্পটি অনুভূত হয়।
১১ বছর আগে হাইতিতে ৭ মাত্রার যে ভূমিকম্পটি হয়েছিল এবারের ভূমিকম্পটি তার চেয়ে অনেক বড় এবং ভূপৃষ্ঠের কম গভীরতায় উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে এ ঘটনায় হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জরুরি অবস্থা ঘোষণা করেছেন, যা এক মাস চলবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটিও গঠন করেছেন তিনি।
এর আগে গত মাসে আততায়ীদের হাতে নিহত হন দেশটির সাবেক প্রেসিডেন্ট জোভেনেল মোইসে। এরপর থেকেই দেশটিতে সঙ্ঘবদ্ধ সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চলছে।