প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

হাইতিতে ২ সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২ ১৩:৩০:৪৭ | আপডেট: ২ years আগে
হাইতিতে ২ সাংবাদিককে গুলি করে হত্যা

হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্সের বাইরে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার এক দল রিপোর্টারের ওপর সন্দেহভাজন সন্ত্রাসীরা হামলা করলে তারা নিহত হন।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্যন জানা যায়।

নিহতরা হলেন- মন্ট্রিলভিত্তিক রেডিও স্টেশন ইকাউট এফএমের আহমাদি জন ওয়েসলি ও স্থানীয় রিপোর্টার উইলিগুয়ান লোসিয়ান্ট।

আহমাদি ওয়েসলির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইকাউট এফএম। এ হত্যাকাণ্ডকে বর্বরোচিত অপরাধ বলে আখ্যায়িত করেছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, হামলা থেকে তৃতীয় এক সাংবাদিক অল্পের জন্য রেহাই পেয়ে যান।

ল্যাবাউল ১২ অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ পরস্পরের মধ্যে লড়াই করছে।