ভারতের হাওড়ার শিবপুরে বার্জার পেইন্টস নামের একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
বুধবার দুপুরে শালিমারে ওই কারখানায় আগুন লাগে। সেখানে ব্যাপক রাসায়নিক মজুত থাকায় ছড়িয়ে পড়ে আগুন। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত ১৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে রয়েছেন কারখানার ম্যানেজারও। এসি বিস্ফোরণেই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন কারখানা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। পাশেই আবাসিক এলাকা থাকায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।