প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলা

হামলার পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার দখলে

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২২ ১৪:২৫:১৪ | আপডেট: ২ years আগে
হামলার পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার দখলে

হামলার পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রুশ সেনারা।

ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, লাগা আগুন নিভে গেলেও সেটি এখন রাশিয়ার সেনাদের দখলে।

রয়টার্সের উদ্ধৃতি দিয়ে একটি স্থানীয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, অপারেশনাল কর্মীরা বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন।

এর আগে ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে লাগা আগুন নেভানোর কথা জানায়।

স্থানীয় সময় শুক্রবার ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা দাবি করেন, রাশিয়া এ হামলা চালায়।