প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

হারিকেন ইডালিয়ার আঘাতে তলিয়ে গেছে ফ্লোরিডার রাস্তা-ঘাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৩ ১৭:০৬:০৮ | আপডেট: ৮ মাস আগে
হারিকেন ইডালিয়ার আঘাতে তলিয়ে গেছে ফ্লোরিডার রাস্তা-ঘাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন

হারিকেন ইডালিয়া ঘন্টায় ১২৫ মাইল বেগে আঘাত হেনেছে ফ্লোরিডায়। বুধবার হারিকেনের আঘাতে গাছপালা ভেঙে পড়েছে, হোটেলের ছাদ ধসে পড়েছে এবং ছোট গাড়িগুলো নৌকার মতো ভেসে গেছে। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা।

এর আগে জর্জিয়া এবং দক্ষিণ ক্যারোলিনায় শক্তিশালী ঝড় হিসাবে এটি আঘাত হানে, যাতে রাস্তাঘাট প্লাবিত হয় এবং বাসিন্দারা উঁচু ভূমিতে আশ্রয় নিতে বাধ্য হয়।

বিগ বেন্ড অঞ্চলের অভ্যন্তরীণ একটি শহরের তীরে আঘাত হেনেছিল ইডালিয়া।

স্থানীয় বাসিন্দা টমাস তার পরিবার এবং কয়েকজন বন্ধুর সঙ্গে একটি মোটেলে আশ্রয় নিয়েছে এই ভেবে যে ঝড়ের সময় বাড়ির চেয়ে সেটি বেশি নিরাপদ হবে। কিন্তু যখন সকাল সাড়ে ৮টায় ইডালিয়ার প্রবল বাতাসে ভবনের ছাদ ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা তার গর্ভবতী মেয়ের উপর ভবনের ধ্বংসাবশেষ পড়ে। সৌভাগ্যক্রমে তিনি আহত হননি।

টমাস বলেন, ‘এটি ছিল ভয়ঙ্কর,’ ‘জিনিসপত্র খুব দ্রুত উড়ে যাচ্ছিল। ... সবকিছু ঘুরছিল।’

উপকূলে আসার পর, ইডালিয়া সকাল পৌনে আটটায় কিটন বিচের কাছে তীরে উচ্চ গতির ঘন্টায় ১২৫ মাইল (২০৫ কিলোমিটার) বেগের কাছাকাছি আঘাত হানে। এটি হারিকেন হিসেবে পরিগণিত হয়। কারণ এটি ৯০ মাইল (১৫০ মাইল প্রতি ঘন্টা) বেগে বাতাসের সঙ্গে জর্জিয়া অতিক্রম করে। এটি বুধবার বিকালে একটি ক্রান্তীয় ঝড়ে দুর্বল হয়ে পড়ে এবং বুধবার সন্ধ্যার মধ্যে এর বাতাসের গতিবেগ ৬৫ মাইল (১০০ কিলোমিটার) এ নেমে যায়।