প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

হাসপাতালের জানালা থেকে পড়ে রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানির চেয়ারম্যানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৬:১৩ | আপডেট: ২ years আগে
হাসপাতালের জানালা থেকে পড়ে রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানির চেয়ারম্যানের মৃত্যু

রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানি লুকোয়েল এর চেয়ারম্যান, রাভিল ম্যাগানভ মারা গেছেন। মস্কোতে একটি হাসপাতালের জানালা থেকে পড়ে তার মুত্যু হয়েছে বলে জানা গেছে। (খবর বিবিসি’র)। 

কোম্পানিটি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে; ৬৭ বছর বয়সী ম্যাগানভ ‘গুরুতর অসুস্থতার পর মারা গেছেন।’

রাশিয়ান মিডিয়া জানিয়েছে, তাকে মস্কোর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিলো।

সাম্প্রতিক সময়ে দেশটিতে রহস্যজনকভাবে যে কয়জন বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে তার মধ্যে ম্যাগানভ সর্বশেষ।

তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে ঘটনাস্থলে কাজ করছেন তারা। তাস নিউজ এজেন্সি সূত্রের বরাত দিয়ে জানা গেছে; তিনি ষষ্ঠ তলার জানালা থেকে পড়ে গেছেন। বিষয়টিকে তারা আত্মহত্যা বলছে। 

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর, লুকোয়েল বোর্ড ‘এই ট্র্যাজেডির’ শিকারদের প্রতি সহানুভূতি প্রকাশ করে যত তাড়াতাড়ি সম্ভব সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

লুকোয়েল রাশিয়ার সবচেয়ে বড় বেসরকারি কোম্পানি। তারা তাদের বিবৃতিতে জানিয়েছে; এটি ম্যাগানভের অন্যন্য প্রতিভার কারণে বিশ্বের বৃহত্তম শক্তিশালী সংস্থাগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে।

তিনি ১৯৯৩ সালে এই বেসরকারি তেল কোম্পানিতে কাজ শুরু করেন এবং দুই বছর আগে চেয়ারম্যানের দায়িত্ব নেন।