প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

হিমাচলে বন্যা ও ভূমিধসে ২৪ ঘণ্টায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৩ ১৪:৫০:৩১ | আপডেট: ১ year আগে
হিমাচলে বন্যা ও ভূমিধসে ২৪ ঘণ্টায় নিহত ১৬

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ হিমাচলে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় ১৬ জন প্রাণ হারিয়েছেন।সোমবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোলান জেলায় ৭ জন ও শিমলার সামার হিল এলাকার শিব মন্দিরে ভূমিধসে ৯ জন মারা গেছেন। এতে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।’

হিমাচল প্রদেশের জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাজ্যের প্রায় এক হাজার ৩৭৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও ৭ হাজার ৯৩৫টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কারণে মোট ৭৫২টি সড়ক বন্ধ রয়েছে।