প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

হুমকির মুখে লাতিন আমেরিকায় ৮২ মিলিয়ন মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২২ ১৩:১৪:৪০ | আপডেট: ১ year আগে
হুমকির মুখে লাতিন আমেরিকায় ৮২ মিলিয়ন মানুষ: জাতিসংঘ
সংগৃহীত

লাতিন আমেরিকায় দারিদ্র চরম আকার ধারণ করেছে। অঞ্চলটির ৮২ মিলিয়ন লোক চরম দারিদ্রে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে জাতিসংঘের অর্থনৈতিক কমিশন জানিয়েছে, করোনা মহামারীর ধীর গতিতে পুনরুদ্ধার এবং উচ্চ মুদ্রাস্ফীতির কারণে লাতিন আমেরিকায় দারিদ্র বৃদ্ধি পেয়েছে।

লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ানের জন্য জাতিসংঘের অর্থনৈতিক কমিশনের নির্বাহী সচিবজোস ম্যানুয়েল সালাজার জিরিনাচস বলেছেন, ‘দারিদ্র এবং চরম দারিদ্রের পরিপ্রেক্ষিতে মহামারীর ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।’

তবের অক্টোবরে এই অঞ্চলে ৩ দশমিক ২ শতাংশের প্রত্যাশিত প্রবৃদ্ধির উচ্চতর পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এটি ২০২৩ সালে ১ দশমিক ২ শতাংশের প্রত্যাশিত বৃদ্ধির সাথে অর্ধেক হবে বলে আশা করা হচ্ছে।

সালাজার জানান, এই চিত্র অঞ্চলের জনসংখ্যার ১৩ দশমিক ১ শতাংশ, যা ২০২১ সালে ১২ দশমিক ৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে, কোভিড-১৯ মহামারীর আগে ২০১৯ সাল থেকে আরও ১২ মিলিয়ন মানুষ চরম দারিদ্রের সম্মুখীন হয়েছে।

লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে শিক্ষার উপর মহামারীর মারাত্মক পরিণতিগুলোও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।