হ্যাকারদের হাত থেকে রক্ষা পেলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শনিবার মধ্যরাতে কিছুক্ষণের জন্য মোদির টুইটার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। কেবল তাই নয়। মোদির হ্যাকড হওয়া সেই টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, ভারতে বৈধতা পাচ্ছে বিট কয়েন।
রোববার ভোরে ভারতীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে এ তথ্য জানানো হয়।
এক টুইট বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট অল্প কিছু সময়ের জন্য হ্যাক করা হয়েছিল।
মোদির অ্যাকাউন্ট থেকে ক্রিপটোকারেন্সি বিটকয়েন সম্পর্কে একটি টুইট করা হয়। সেখানে দাবি করা হয়, এই ডিজিটাল মুদ্রাকে টেন্ডারের কাজে ব্যবহারের জন্য বৈধতা দিয়েছে ভারত সরকার।
সেখানে আরও বলা হয়েছে, সরকার ৫০০ বিটকয়েন ক্রয় করেছে যা দেশের লোকজনের মধ্যে বিতরণ করা হচ্ছে।
এর কয়েক মিনিটের মধ্যে এই টুইটটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকে মুছে ফেলা হয়। কিন্তু তার আগে টুইটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী মোদির টুইটার হ্যান্ডেল সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাক করা হয়েছিল। বিষয়টি টুইটারকে জানানো হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তার অ্যাকাউন্টটি উদ্ধার করা হয়েছে।
এছাড়াও এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে অন্য কোনো টুইট করা হয়ে থাকলে সেগুলো উপেক্ষা করতে বলা হয়েছে।