অন্য দেশের নাগরিকদের উপর থেকে ওমরাহ পালনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ হজ পালনের অনুমতি দিয়েছে দেশটি।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, হজ মৌসুম শেষ হওয়ার পর ১৪৪৩ খ্রিস্টাব্দের পহেলা মহররম (১০ আগস্ট) থেকে বিশ্বব্যাপী হজযাত্রীদের পুনরায় ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
এদিকে রোববার থেকেই সৌদি নাগরিক ও সেখনকার বাসিন্দারা ওমরাহ হজ পালনের পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার।
এর আগে হজের প্রস্তুতির জন্য জুলাইয়ের প্রথমদিকে ওমরাহ পালনের আবেদন গ্রহণ বন্ধ করে দেয় সৌদি আরব। তবে রোববার থেকে আবার ওমরাহ এজেন্সিগুলিকে ওমরাহ হজের জন্য ভিসা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
একইসঙ্গে নয়টি দেশ ব্যতীত অন্যান্য দেশগুলোকে সৌদি আরবে সরাসরি ফ্লাইট পরিচালনা করারও অনুমতি দেওয়া হয়েছে।
সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবাননের নাগরিকদের ওমরাহ পালন করতে হলে তৃতীয় কোনো দেশে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।