প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

১৯ বছর পর জেল থেকে মুক্ত সিরিয়াল কিলার শোভরাজ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২২ ১৭:৩৫:২৫ | আপডেট: ১ year আগে
১৯ বছর পর জেল থেকে মুক্ত সিরিয়াল কিলার শোভরাজ

দীর্ঘ ১৯ বছর নেপালের জেলে থাকার পর মুক্তি পেল কুখ্যাত 'সিরিয়াল কিলার' চার্লস শোভরাজ। ১৯৭০ এবং ১৯৮০-র দশকে অন্তত ২০ পর্যটককে খুন করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

নেপাল সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার জেল থেকে মুক্তি পান ফরাসি নাগরিক শোভরাজ। খুনের পাশাপাশি ধর্ষণ, লুটের অভিযোগও প্রমাণিত হয়েছিল শোভরাজের বিরুদ্ধে।

নেপাল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী- ১৫ দিনের মধ্যে নেপাল থেকে বের করে দিতে হবে চার্লস শোভরাজকে। ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত শোভরাজ ১৯ বছরেরও বেশি সময় ধরে জেলে। তার বয়সের কথা বিবেচনা করে নেপালের সর্বোচ্চ আদালত তাকে মেয়াদের আগেই ছেড়ে দেওয়ার রায় দেন।

১৯৭৫ সালে কাঠমান্ডুতে দুই পর্যটককে খুনের মামলায় শোভরাজকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেলের সাজা দিয়েছিল নেপালের আদালত। ২০০৩ সালে শোভরাজ ফ্রান্স থেকে নেপালে ফিরে আসে। তখন তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকে প্রায় ১৯ বছর ধরে জেলে ছিল সে। এরপর সে মুক্তির আবেদন করলে গত বুধবার তার আবেদন মঞ্জুর হয় নেপালের সর্বোচ্চ আদালতে। তবে মুক্তির ১৫ দিনের মধ্যেই শোভরাজকে ফ্রান্সে চলে যাওয়ার নির্দেশ দেন দেশটির শীর্ষ আদালত।

সিরিয়াল কিলার' ছাড়াও শোভরাজ ‘দ্য স্প্লিটিং কিলার’ এবং ‘দ্য সারপেন্ট’ নামেও পরিচিত ছিল।

পুলিশের দাবি, শোভরাজ ১২ জনকে খুনের কথা স্বীকার করে। যদিও দাবি, অন্তত ২০ জনের খুনে হাত রয়েছে তার।