প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

২০২৪ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ১.৭ শতাংশ বৃদ্ধির আভাস

টিবিপি ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩ ১৯:৩০:২৯ | আপডেট: ৭ মাস আগে
২০২৪ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ১.৭ শতাংশ বৃদ্ধির আভাস

২০২৪ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে, ২০২৩ সালে দেশটির অর্থনীতি ৩ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিশ্বব্যাংক তার ষান্মাষিক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাংক বলেছে, ঋণ পুনর্গঠন এবং জটিল কাঠামোগত সংস্কার বাস্তবায়নের অগ্রগতির উপর প্রবৃদ্ধির সম্ভাবনা নির্ভর করে।

বিশ্বব্যাংক মঙ্গলবার তার সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, শ্রীলঙ্কার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য উন্নত রাজস্ব সংহতি গুরুত্বপূর্ণ।

দেশটিতে একটি সরকার-নেতৃত্বাধীন কর সংস্কার প্যাকেজ ২০২২ সালের মে থেকে বাস্তবায়নাধীন রয়েছে। যার মধ্যে রয়েছে- নতুন করের প্রবর্তন, বিস্তৃত পরিসরে করের হার ও ভিত্তিগুলো সমন্বয়, কর সংগ্রহের দক্ষতা বৃদ্ধি প্রভৃতি।

মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ফারিস এইচ হাদাদ-জারভোস বলেছেন, ‘অর্থনৈতিক সংকটের শুরু থেকেই শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। পুনরুদ্ধারের জন্য আর্থিক ঝুঁকিগুলো মোকাবিলা করার সময় সংস্কারমূলক একটি টেকসই প্রবৃদ্ধির পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, জনগণের আস্থা তৈরি করতে এবং উন্নততর জনসেবা প্রদানের সঙ্গে ব্যয়ের স্বচ্ছতা এবং ক্রমাগত সংস্কারের মাধ্যমে কর রাজস্ব সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত থাকা উচিত।

সূত্র: ইউএনবি