৩৪ বছরের পুরনো মামলায় ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খবর আনন্দবাজারের।
বৃহস্পতিবার সিধুকে এ সাজা দেন ভারতের সুপ্রিম কোর্ট।
সিধুর বিরুদ্ধে করা মামলাটির তথ্যমতে, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর রাতে পাঞ্জাবের পাটিয়ালায় গাড়ি পার্কিং নিয়ে গুরনাম সিং (৬৫) নামের এক বৃদ্ধের সঙ্গে হাতাহাতি হয়। এতে ওই বৃদ্ধ আহত হন ও পরে মারা যান বলে অভিযোগে মামলাটি হয়েছে।
সেই মামলার সাজা পেলেন প্রাক্তন ক্রিকেটার ও পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে দেশটির আদালত। সেই সাথে আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
রায়ের পর এক টুইট বার্তায় সিধু লিখেছেন, ‘আমি আদালতের কাছে আত্মসমর্পণ করব।’
এদিকে, গত মার্চে পাঞ্জাবের প্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হয় নভজ্যোৎ সিং সিধুকে। গত বছর জুলাই মাসে প্রদেশ সভাপতি হন তিনি।
শুরু থেকেই পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হয় তার। পরবর্তীকালে চরণজিৎ সিং চান্নির সঙ্গেও একই ঘটনা ঘটে।
এ বছরের ফেব্রুয়ারিতে হওয়া নির্বাচনে কংগ্রেস শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়। এরপরই দলের সভানেত্রী সিধুকে সরিয়ে দেন পদ থেকে।