প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৪ মাসে ২৬ বার দরপতনে রেকর্ড করল ভারতীয় রুপি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২২ ১৪:০০:২৫ | আপডেট: ২ years আগে
৪ মাসে ২৬ বার দরপতনে রেকর্ড করল ভারতীয় রুপি
সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ডলারের বিপরীতে রেকর্ড হারে ভারতীয় রুপির দরপতন ঘটছে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের চার মাসে ২৬ বার রুপির দরপতন হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চলতি বছর রুপির দরপতন যাত্রায় নাটকীয়তা কম ছিল না। ২০২২'র শুরুতে ডলারের বিপরীতে ৭৪ রুপিতে হাতবদল হলেও এখন তা ঠেকেছে ৮০'র কাছাকাছি।

এদিকে গত বছরের তুলনায় ভারতে মুদ্রাস্ফীতির হার ৯.১ শতাংশে পৌঁছেছে। গত ৪০ বছরে এটা সর্বোচ্চ।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এ দরপতন ৮০ থাকলেও সামনে আরও নীচে নেমে যেতে পারে। আরও বড় সংকটে পরতে পারে রুপি।

অপরদিকে চলতি মাসে এখন পর্যন্ত ডলারের বিপরীতে ৫ বার দরপতন ঘটেছে রুপির।

গতকাল বুধবার ভারতের বাজারে এক ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৮১, যা সর্বকালের রেকর্ড।

রুপির এ পতন ঠেকাতে ইতোমধ্যেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিছু পরিকল্পনা নিয়েছে। আমদানিকৃত সোনার উপর উচ্চ হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে, বিক্রি করা হচ্ছে গচ্ছিত ডলার।