প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৪০ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালির আগ্নেয়গিরি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১১:২৭ | আপডেট: ৭ মাস আগে
৪০ বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালির আগ্নেয়গিরি

চার দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির ন্যাপলসের আগ্নেয়গিরি। ক্যাম্পি ফ্লেগ্রেই নামের ওই আগ্নেয়গিরি বুধবার সকালে কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪ দশমিক ২।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কারণে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ক্যাম্পি ফ্লেগ্রেই নামে এই আগ্নেয়গিরির আকার বিশাল। এটি দেখতে অনেকটা সমতল। ৩০ হাজার বছর আগে এই আগ্নেয়গিরির কারণেই নেথারডাল প্রজাতির মানুষেরা বিলুপ্ত হয়ে যায়।

বুধবার ভোররাত ৩টা ৩৫মিনিটের দিকে ভূমিকম্প আঘাত আনে। পুরো নেপলসজুড়ে এর কম্পন টর পাওয়া যায়। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকেনোলজির প্রধান মাউরো দি ভিটো বলেন, গত ৪০ বছরে এখানে এত বড় ভূমিকম্প আঘাত আনেনি। তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে আরও বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে।’

ক্যাম্পি ফ্লেগ্রেই এলাকায় ৫ লাখ মানুষের বাস। বাকোলির মেয়র জোসি জেরার্ডো দেলা রাজিওনি বলেন, এত বড় ও দীর্ঘ ভূমিকম্প অনেকদিন আঘাত আনেনি। আমরা এখানেই বেড়ে উঠেছি। কিন্তু এমনটা দেখিনি। এখন এর সঙ্গেই আমাদের বাস করতে হবে।