ইউক্রেনে চলমান আক্রমণে ৪০ হাজারের বেশি রুশ সেনা প্রাণ হারানোর সম্ভাবনা দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। জুন মাসেই এ সংখ্যা অতিক্রম করতে পারে বলে রোববার দাবি করেন তিনি।
জেলেনস্কি জানান, দোনবাস দখলে মরিয়া পুতিন প্রশাসন। সে কারণে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রিজার্ভ ফোর্স মোতায়েন করছে দেশটি। এরইমধ্যে, দেশটির বিভিন্ন শহরে প্রাণ হারিয়েছেন রুশ সেনাবাহিনীর বহু সদস্য।
জেলেনস্কির দাবি, যুদ্ধকে দীর্ঘায়িত করতে রুশ বাহিনী হামলা-আগ্রাসনের পরিমাণও বাড়াচ্ছে। কিন্তু, শক্ত প্রতিরোধের মুখে পড়ছে তারা। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, সেটি গণমাধ্যম বা সর্বসম্মুখে প্রকাশ করছে না মস্কো। গেলো ২৪ ঘণ্টায়, দোনবাসের রণক্ষেত্রে প্রাণ হারিয়েছেন আড়াইশো রুশ সেনা, এমন দাবি জেলেনস্কির।
তিনি আরও দাবি করেন, জুনে রাশিয়ার মৃত্যু হওয়া সৈন্যদের তালিকা ৪০ হাজার অতিক্রম করতে পারে। কয়েক দশকের মধ্যে দেশটির সৈন্য হারানোর এমন ঘটনা আর ঘটেনি।
এদিকে, সর্বশেষ রাশিয়া জানিয়েছিল, যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ সেনার মৃত্যু হয়েছে। তবে, অভিযানের সমাপ্তি টানলেই একমাত্র মূল সংখ্যা পাওয়া যাবে বলে জানান জেলেনস্কি।