প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৫ হাজার আফগানকে আশ্রয় দেবে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২১ ১২:১৬:৫৯ | আপডেট: ৩ years আগে
৫ হাজার আফগানকে আশ্রয় দেবে আরব আমিরাত

আফগানিস্তান থেকে বিতাড়িত ৫ হাজার আফগান নাগরিককে তৃতীয় দেশে যাওয়ার পথে সাময়িকভাবে আশ্রয় দিবে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানিস্তান থেকে বিতাড়িত ৫ হাজার ব্যক্তিকে তৃতীয় দেশে যাওয়ার পথে ১০ দিনের জন্য আরব আমিরাতে থাকার সম্মতি দেওয়া হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, আগামী কিছু দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে একটি মার্কিন বিমানে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করবে বিতাড়িত আফগানরা।

এর আগে রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে তালেবান যোদ্ধারা। বিনা রক্তপাতে ও বিনা যুদ্ধে কাবুলের নিয়ন্ত্রণ নেয় তারা।

তালেবান যোদ্ধারা কাবুল দখলের পরই দেশ ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।

এমনকি দেশটির সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে দেশত্যাগের হিড়িক। দেশ ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন হাজার হাজার আফগান নাগরিক।

এদিকে কাবুলের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়ার পর থেকেই নিজেদের কূটনৈতিক ও নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করে বিভিন্ন দেশ।