প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৫০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, মহারাষ্ট্রে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২২ ০৯:১০:০৬ | আপডেট: ২ years আগে
৫০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, মহারাষ্ট্রে ২৫ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে গত ২ মাস ধরে অনুভূত হচ্ছে ব্যাপক তাপদাহ। এখন পর্যন্ত তাপমাত্রা ছুঁয়েছে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এতে মারা গেছে অন্তত ২৫ জন। খবর আলজাজিরার।

দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে গত ৬ বছরের মধ্যে মৃত্যুর এ হার সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালে মহারাষ্ট্রে হিটস্ট্রোকের কারণে ১৯ জন মারা যায়।

এদিকে, গরম থেকে রেহাই পাওয়ার এখনও কোনো আশা দেখছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

উত্তর-পশ্চিম ভারতের কিছু রাজ্য বৃষ্টির কারণে দাবদাহ থেকে কিছুটা রক্ষা পেলেও রাজস্থানের অবস্থা এখনও কঠিন। সেখানে প্রবল দাবদাহ অব্যাহত রয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, তাপপ্রবাহে পুড়ছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলো। যার মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান অন্যতম। মার্চ মাস থেকে মহারাষ্ট্রের একাধিক জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। সেই তাপপ্রবাহের দাপট এখনো চলছে। সেখানে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

ভারতে স্বাভাবিকভাবেই এপ্রিলের তুলনায় মে মাসে গরম পড়ে বেশি। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে দেশটির আবহাওয়া বিভাগ পূর্বাবাস দিচ্ছে।