শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলবর্তী এলাকা। ভূমিকম্প অনুভূত হয় উত্তর পেরুতেও। ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত দুই দেশে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। আহত আরও প্রায় দুই শতাধিক। খবর এনডিটিভির।
মার্কিন জিওলজিক্যাল সেন্টার (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ১২ মিনিটে ইকুয়েডরের উপকূলবর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুয়ায়াস প্রদেশের বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৬৬.৪ কিলোমিটার গভীরে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো টুইট করে বলেন, ‘ভূমিকম্পে আহতদের উদ্ধারকাজের জন্য় ইমার্জেন্সি দল পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ্য থেকে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবারের ভূমিকম্পে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে এল ওরো প্রদেশে ভূমিকম্পে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আজুয়ায় প্রদেশে একজনের মৃত্যু হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এখনও অব্যাহত রয়েছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচে সাধারণ মানুষ আটকে রয়েছে কি না, তা দেখতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ভূমিকম্পের পরই কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব না দেয়া হলেও, স্থানীয় সূত্রে জানা গেছে ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক প্রদেশে বাড়িঘর ভেঙে পড়েছে। মাচালা এবং কুয়েনকার মতো শহরগুলোতে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ইকুয়েডরের পাশাপাশি পেরুর উত্তর অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানেও ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।