করোনায় ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম ভারত। সংক্রমণের হারের পাশাপাশি মৃত্যু হারের দিক থেকেও তালিকার উপরের দিকে অবস্থান করছে দেশটি। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩০৩ জন।
একই সময় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। গত ২ এপ্রিলের পর থেকে এটাই ভারতে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ।
একদিন আগেই ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৮৪ হাজার ৩৩২। একই সময়ে দেশটিতে মারা যান ৪ হাজার ২ জন।
এখন পর্যন্ত ভারতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জন। এদিকে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ৬২ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৪৪৬ জন সুস্থ হয়েছেন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে এখনো চিকিৎসা নিচ্ছেন ১০ লাখ ২৬ হাজার ১৫৯। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৫ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৪৮ জন।