করোনায় ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম ভারত। সংক্রমণের হারের পাশাপাশি মৃত্যু হারের দিক থেকেও তালিকার উপরের দিকে অবস্থান করছে দেশটি। তবে কয়েকদিন ধরে ভারতে সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই নিম্নমুখী।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। তবে এদিন সুস্থতার হার সংক্রমণের হারকে ছাড়িয়ে গেছে। এসময় সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ৯৯৭ জন। আর তাতে উল্লেখযোগ্য হারে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।
শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
এই মুহূর্তে ভারতের সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৬৫৬ জন। দীর্ঘ ৭৩ দিন পর দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লাখের নিচে অবস্থান করছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক মৃত্যুও কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৫৮৭ জন। আর তাতে প্রায় দু’মাস পর দেশটির দৈনিক মৃত্যু দেড় হাজারের ঘরে নামলো।
গত ১৮ এপ্রিল ভারতে দৈনিক মৃত্যু ছিল ১ হাজার ৫০১ জন। এরপর যত দিন গড়িয়েছে, তত বেড়েছে দৈনিক মৃত্যু।
এদিকে করোনা মহামারিতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জন। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন মোট ২ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৬৪৭ জন।