প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৭৫ দিনে সর্বনিম্ন সংক্রমণ ভারতে, কমছে মৃত্যুও

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২১ ১১:২০:১০ | আপডেট: ৩ years আগে
৭৫ দিনে সর্বনিম্ন সংক্রমণ ভারতে, কমছে মৃত্যুও

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম ভারত। সংক্রমণের হারের পাশাপাশি মৃত্যু হারের দিক থেকেও তালিকার উপরের দিকে অবস্থান করছে দেশটি। তবে কয়েকদিন ধরে ভারতে সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই নিম্নমুখী।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। যা ৭৫ দিনের মধ্যে ভারতের সর্বনিম্ন সংক্রমণ। এ নিয়ে টানা আটদিন ভারতে দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে অবস্থান করছে। এদিকে একই সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭২৬ জন।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

আগেরদিনের তুলনায় ভারতে সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। একদিন আগেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ৭০ হাজার ৪২১ জন। এসময় দেশটিতে মারা গিয়েছিল ৩ হাজার ৯২১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৭ হাজার ৫২৫ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ৪৭২ জন সুস্থ হয়েছেন।

এদিকে এখন পর্যন্ত করোনা মহামারিতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৩১ জন। আর দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন।

করোনায় আক্রান্ত হয়ে এখনো চিকিৎসা নিচ্ছেন ৯ লাখ ১৩ হাজার ৩৭৮ জন। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৫ কোটি ৯০ লাখ ৪৪ হাজার ৭২ জন।