প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৮১ দিন পর ভারতে শনাক্ত ৬০ হাজারের নিচে

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২১ ১২:২২:২৮ | আপডেট: ৩ years আগে
৮১ দিন পর ভারতে শনাক্ত ৬০ হাজারের নিচে

ভারতে ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৪১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এ বছরের ৩০ মার্চের পর সর্বনিম্ন শনাক্ত। দেশটিতে ৮১ দিন পর একদিনে সংক্রমণ ৬০ হাজারের নিচে নেমেছে।

রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমস জানায়, ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৭,৬১৯ জন। দেশটিতে এ পর্যন্ত তিন লাখ ৮৬ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে।

এবং মোট সুস্থ হয়েছেন ২৮,৭৬৬,০০৯ জন।

আজকের শনাক্তের সংখ্যা শনিবারের তুলনায় দুই হাজার ৩৩৪ জন কম ছিল। গতকাল শনাক্তের সংখ্যা ছিল ৬০,৭৫৩।

গতকালের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা কমেছে ৭১ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ১,৬৪৭।

গত ৭ মে থেকে ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা কমছে কমতে শুরু করে। ফলে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো তাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে লকডাউন বা লকডাউনের মতো বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে।

মোট আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতে। দেশটি মৃত্যুর দিক থেকে তৃতীয়।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৪ লাখ ১ হাজার ৭১২। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৮৩ জনের।  

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।