প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৯ রুশ সেনার বিনিময়ে মুক্তি পেলেন মেলিটোপোলের মেয়র

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২২ ১৭:১৯:৩৪ | আপডেট: ২ years আগে
৯ রুশ সেনার বিনিময়ে মুক্তি পেলেন মেলিটোপোলের মেয়র

৯ রুশ সৈন্যের মুক্তির বিনিময়ে ইউক্রেনের মেলিটোপোলের মেয়রকে মুক্তি দিয়েছে রাশিয়া।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এর প্রায় এক সপ্তাহ আগে ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে মেয়র ইভান ফেডোরভকে অপহরণ করার অভিযোগ আনে।

এক ভিডিওতে দেখা গেছে, মেয়রকে সিটি হল থেকে বের করে আনা হচ্ছে, রুশ সৈন্যরা তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে।

বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দক্ষিণ-পূর্বের একটি শহর মেলিটোপোলের বাসিন্দারা মেয়রের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধানের মুখপাত্র দারিয়া জারিভনা বলেছেন, ফেডোরভকে বন্দিদশা থেকে মুক্তি দেয়া হয়েছে এবং রাশিয়া ‘তার বন্দি সৈন্যদের’ মধ্যে নয়জনকে বুঝে পেয়েছে।

মস্কো প্রাথমিকভাবে ইউক্রেনে যুদ্ধের জন্য নিয়োগপ্রাপ্তদের পাঠানোর বিষয়টি অস্বীকার করেছিল। কিন্তু পরে রাশিয়ান সামরিক বাহিনী স্বীকার করেছে যে কিছু কর্মী আক্রমণে জড়িত ছিল এবং এমনকি ইউক্রেনের বাহিনীর হাতে ধরা পড়েছিল।