প্রচ্ছদ ›› বাণিজ্য

দর বাড়ার শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২২ ১৬:৪৬:০০ | আপডেট: ৩ years আগে
দর বাড়ার শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে টপটেন গেইগার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। আর শেয়ারটি সর্বশেষ ৮৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২৫০ বারে ২ লাখ ৩২ হাজার ৬৯টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৮.৩৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে লুব-রেফ লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৭.২৭ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন- বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে বেড়েছে সূচক

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারবাংলা ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, ডমিনেজ স্টিল, ইয়াকিন পলিমার ও ফু-ওয়াং ফুড লিমিটেড।

আরও পড়ুন- ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৮ জুন