প্রচ্ছদ ›› বাণিজ্য

সপ্তাহের শুরুতে ১৩১ পয়েন্টের বড় উত্থান দেখলো ডিএসই

নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২২ ১৪:৪১:৪১ | আপডেট: ৩ years আগে
সপ্তাহের শুরুতে ১৩১ পয়েন্টের বড় উত্থান দেখলো ডিএসই

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সূচকের বড় উত্থান দেখলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোববার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৩১ পয়েন্ট। প্রায় শতভাগ কোম্পানির দর বৃদ্ধির সাথে আগের দিনের তুলনায় এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮২০ কোটি টাকার। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি টাকার। কর্পোরেট বন্ড বাদে বাকি সব খাতের প্রায় শতভাগ কোম্পানির দর বেড়েছে এদিন। 

আরও পড়ুন- ঊর্ধ্বমুখী সূচক, ১০ খাতের সব কোম্পানির দরবৃদ্ধি

লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৯ এবং ডিএস৩০ সূচক কেমে ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৪৬ পয়েন্টে।

আরও পড়ুন- ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ন্যাশনাল ব্যাংক

রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।