প্রচ্ছদ ›› বাণিজ্য

দর বাড়ার শীর্ষে বঙ্গজ লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২২ ১৮:২০:৫৩ | আপডেট: ৩ years আগে
দর বাড়ার শীর্ষে বঙ্গজ লিমিটেড
সংগৃহীত

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বঙ্গজ লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার গতকালের তুলনায় ৯.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বঙ্গজ ডিএসই'র টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

আরও পড়ুন- দর কমার তালিকায় শীর্ষে ব্যাংক খাত

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রংপুর ফাউন্ড্রির ৯.৯৮ শতাংশ, আরামিট সিমেন্টের ৯.৯৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.৭০ শতাংশ, রহিমা ফুডের ৮.৭৫ শতাংশ, মুন্নু এগ্রোর ৮.৭৪ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৮.৭৪ শতাংশ, বিডিল্যাম্পসের ৮.৬৬ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৬৩ শতাংশ এবং সোনালী আঁশের শেয়ারদর ৮.৬১ শতাংশ বেড়েছে।