সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯১ শতাংশ। আর শেয়ারটি সর্বশেষ ৯৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২৪৫২ বারে ১১ লাখ ৯৭ হাজার ১৩ টি শেয়ার লেনদেন করে।
আজ ডিসইতে দর বাড়ার শীর্ষে থাকা দশটি কোম্পানির মধ্যে ৮ টিই ছিল বীমা খাতের।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পনি লিমিটেড আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৯.৬৫ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৬২.৫০ টাকায়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স,। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৯.৫০ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৩ টাকা দরে লেনদেন হয়।
আরও পড়ুন- পূরবী ইন্সুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সিটি জেনারেল ইন্সুরেন্স. রেনউইক যজ্ঞেশ্বর, প্রগতি ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স. রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং রুপালী ব্যাংক লিমিটেড।