সীতাকুণ্ডে বিস্ফোরণের পর চট্টগ্রাম বন্দরে প্রায় চার বছর ধরে পড়ে থাকা ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড নিলামে বিক্রি করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
মেসার্স এয়াকুব ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ৫ লাখ ২০ হাজার টাকায় এসব রাসায়নিক কিনে নেয়।
সোমবার বিকেল ৪টার দিকে এসব রাসায়নিক বিক্রির জন্য উন্মুক্তভাবে নিলামে তোলা হয়। এসময় নিলামে ৩০ হাজার ৪৫০ কেজি কেমিক্যাল কিনে নেয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান।
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর রোববার বন্দর কর্তৃপক্ষ এসব হাইড্রোজেন পার-অক্সাইডের ড্রাম দ্রুত সরিয়ে নিতে কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেয়।
এর পরদিনই সোমবার ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইডের চালান স্পট নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় কাস্টমস কর্তৃপক্ষ। আমদানির সময় চালানটিতে ৩০ হাজার ৪৫০ কেজি কেমিক্যাল ছিল বলে জানানো হয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- সীতাকুণ্ডের ঘটনায় আইএলও'র শোক, ব্যবস্থা নেয়ার তাগিদ