প্রচ্ছদ ›› জাতীয়

সীতাকুণ্ডের ঘটনায় আইএলও'র শোক, ব্যবস্থা নেয়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২২ ১৬:২৫:৩৪ | আপডেট: ৩ years আগে
সীতাকুণ্ডের ঘটনায় আইএলও'র শোক, ব্যবস্থা নেয়ার তাগিদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনে নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

সোমবার আইএলও'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "এখন সরকার, প্রতিষ্ঠানের মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও সুশীল সমাজের মধ্যে সহযোগিতা এবং অংশীদারিত্ব প্রয়োজন।''

এতে আরও বলা হয়, এ সমস্যা মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নেয়ার তাগিদ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন ও লজিস্টিক সেক্টরে নীতিমালা প্রণয়ন করে বাস্তবায়ন কর, আহত ও অক্ষম শ্রমিক এবং যারা মারা গেছে তাদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। এছাড়া পরিবহন বা লজিস্টিক পরিষেবা প্রদানকারীদের নিরাপত্তার পাশাপাশি জরুরী সেবার দিকে লক্ষ্য রাখারও তাগিদ দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

আইএলও'র মতে, রাসায়নিকের মুজত থাকলেও যথাযথ পরিবহন ব্যবস্থা না থাকা, মুজতকৃত পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মীদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি না করা, সেইসাথে জরুরী মুহূর্তে মানুষের জড়ো হওয়া রোধে কার্যকর ব্যবস্থা না থাকার কারণেই এমন হতাহতের ঘটনা ঘটেছে।

এছাড়া বিপুল সংখ্যক মানুষের এই প্রাণহানি এটা প্রমাণ করে এ ধরণের শিল্প ও ব্যবসা পরিচালনায় নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিতে হবে। 

আরও পড়ুন- সীতাকুণ্ড বিস্ফোরণ: ২২ জনের মরদেহ হস্তান্তর

সম্প্রতি সরকার, মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিরা বাংলাদেশে একটি আধুনিক 'এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম' (ইআইএস) চালু করতে সম্মত হয়েছে। যা তৈরি পোশাক খাত থেকে শুরু করে অন্যান্য খাতেও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওই স্কিমে দুর্ঘটনা প্রতিরোধ, দ্রুত ও দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণ এবং কাজে ফেরানোর ব্যবস্থা গ্রহণের মতো বিষয়গুলো রয়েছে।

আরও পড়ুন- ডিপোতে রাসায়নিকের আরও ৪ কনটেইনার