প্রচ্ছদ ›› জাতীয়

ডিপোতে রাসায়নিকের আরও ৪ কনটেইনার

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২২ ১৩:৫৫:১৭ | আপডেট: ৩ years আগে
ডিপোতে রাসায়নিকের আরও ৪ কনটেইনার

৪১ ঘণ্টা পেরিয়ে গেলেও চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন এখনো পুরোপুরি নেভেনি। এখনো ধিকি ধিকি জ্বলছে আগুন। এর মধ্যে ডিপোতে আরও চারটি কনটেইনারে রাসায়নিক বস্তুর উপস্থিতি পাওয়া গেছে। কনটেইনারগুলো নিরাপদে সরিয়ে রাখতে বিশেষ ব্যবস্থায় কাজ করছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিম। সেইসঙ্গে বিস্ফোরণের আশঙ্কায় সেখান থেকে সবাইকে বের করে দেয়া হচ্ছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেড অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

আরও পড়ুন- প্রিয়জনের শেষ অংশটুকু পাওয়ায় যেন একমাত্র আশা

কর্নেল আরিফুল ইসলাম জানান, ডিপোর বিভিন্ন জায়গায় এখনো ধোঁয়া উঠছে। এজন্য খুবই সতর্কতার সঙ্গে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসকে কাজ করতে হচ্ছে।

তিনি আরও জানান, রাসায়নিক বস্তু ভর্তি আরও চারটি কনটেইনার শনাক্ত করা হয়েছে। কনটেইনারগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে কাজ করছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিম।

এদিকে, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের কাজ করছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা রয়েছে ডিপোর প্রধান ফটকে।

জানা গেছে, বিএম ডিপোটিতে ‘হাইড্রোজেন পার অক্সাইড’ নামে বিপুল পরিমাণ রাসায়নিক ছিল। হাইড্রোজেন পার অক্সাইড একটি রাসায়নিক যৌগ; উচ্চতাপে এটি বিস্ফোরক হিসেবে আচরণ করে।