প্রচ্ছদ ›› বাণিজ্য

রপ্তানিতে উৎসে কর বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২২ ১৯:৪৩:২১ | আপডেট: ৩ years আগে
রপ্তানিতে উৎসে কর বেড়ে দ্বিগুণ

২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোশাকখাতসহ রপ্তানি খাতের উৎসে কর হার দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, “উৎস করের হার রাজস্ব নীতি প্রণয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে। আমি রপ্তানি আয়ের উপর উৎস করের হার দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব করছি।”

তবে প্রস্তাবিত বাজেটে রপ্তানি খাতের উদ্যোক্তাদের জন্য এবার সুখবর এসেছে। পোশাক খাতের মতো সব রপ্তানি খাতের প্রতিষ্ঠানের করহার ১২ শতাংশ এবং সবুজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ শতাংশ করা হয়েছে। বস্ত্র খাতের সব শিল্পের ১৫ শতাংশ করহারের মেয়াদ ৩০ জুন শেষ হচ্ছে। এর মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট।

এই বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। যা জিডিপির ৫.৫ শতাংশ।

এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।

২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সেই তুলনায় ২০২২-২৩ নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।

আরও পড়ুন- ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার খসড়া বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী