প্রচ্ছদ ›› জাতীয়

৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২২ ১৫:০৬:১৭ | আপডেট: ৩ years আগে
৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হয় সংসদ অধিবেশন। এর আগে দুপুরে প্রস্তাবিত ওই জাতীয় বাজেট অনুমোদন করে মন্ত্রিসভা।

এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।

২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এ বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বিদ্যুৎ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কিছু খাতকে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দীন আহমদ। ১৯৭২ সালের ৩০ জুন ঘোষণা করা সেই বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকার।

স্বাধীনতার ৫০ বছর শেষে এর আকার দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকার বেশি। অর্থাৎ প্রথম বাজেট থেকে ৫১তম বাজেটের আকার বেড়েছে ৮৬৫.১৩ শতাংশ।

আরও পড়ুন- 

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব খাত

দেশের অর্থনীতির ৫০ বছর

পদ্মা সেতু আমাদের আত্মবিশ্বাস তৈরি করেছে: প্রধানমন্ত্রী