গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৪৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ১২৬ টি শেয়ার হাতবদল হয়েছে। যার মূল্য ২১০ কোটি ৪১ লাখ ৭৬ হাজার টাকা।
আরও পড়ুন- সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০.৫৯ শতাংশ
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ৫৭৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা।
প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রয়েছে তালিকার তৃতীয় স্থানে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮ লাখ ৬৩ হাজার ৪৩০ টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ১১ লাখ ৩৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সালভো ক্যামিক্যাল, আইপিডিসি ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডিকম অনলাইন, ব্র্যাক ব্যাংক এবং জেএমআই হসপিটাল।