মানুষের নিজস্ব স্টাইলে স্টেটমেন্ট থাকে। নিজের মতো করে সাজতে, পোশাক পরতে ভালোবাসেন প্রত্যেকেই। তবে কাকে কোন ধরনের ফ্যাশনে মানাবে তা অনেকটাই নির্ভর করে তাদের উচ্চতা, গড়ন আর বাহ্যিক রঙের ওপর। তাই এসব কিছু মাথায় রেখে সাজ-পোশাক বেছে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।
কোন ঋতুতে কোন পোশাক, আবার কোন উৎসবে কোন রঙের পোশাকটি পরা উচিত বা পোশাকের সঙ্গে অনুষঙ্গগুলো কোন রঙের হবে এবং আপনার স্কিন টোন অনুযায়ী পোশাক এবং প্রসাধনীর রং- এইসব মিলিয়ে আপনার সাজ সম্পূর্ণ হয়।
আরও পড়ুন- মুখের কালো দাগ দূর করুন মাত্র এক সপ্তাহেই
গায়ের রঙের সঙ্গে মিলিয়ে পোশাক নির্বাচন করাটা অনেক সময় দুরূহ হয়ে পড়ে, তাই এই ব্যাপারে রইল কিছু পরামর্শ-
কেমন পোশাকে আপনাকে মানাবে-
প্রথমত গায়ের রঙের উপর ভিত্তি করে পোশাকের রং নির্বাচন করা। প্রত্যেকের গায়ের রং এবং ঔজ্জ্বল্য আলাদা আলাদা। তাই প্রত্যেকের জন্যে একই রং নির্বাচন সঠিক নয়।
আরও পড়ুন- বর্ষায় চুলের যত্ন
ফর্সাদের ক্ষেত্রে প্রায় সব রংই মানানসই। তাদেরকে যেকোনো গাঢ় রংই মানায়। তবে যাদের গায়ের রং কালো, তারা সাধারণত গাঢ় রং এড়িয়ে চলার চেষ্টা করুন।
রাতের বেলায় কোনো অনুষ্ঠান বা উৎসবে যেতে হলে গাঢ় রং এবং দিনের বেলা অবশ্যই হালকা রং পছন্দ করুন।
পারিবারিক অনুষ্ঠানে পোশাক তুলনামূলকভাবে জমকালো হয়ে থাকে। এ ক্ষেত্রে পোশাকের রং সাধারণত ঊজ্জ্বল বা গাঢ় বর্ণের হলেই ভালো। যেমন- সিলভার, বটল গ্রিন, হাল্কা মেরুন, গাঢ় গোলাপি, গাঢ় আকাশি, মেজেন্টা, প্যাস্টেল বা মেটে রং মানানসই হবে এবং আপনাকে আরো আকর্ষণীয় করে তুলবে।
আরও পড়ুন- কিভাবে বুঝবেন মেয়েটি আপনার প্রেমে পড়েছে
কোথাও বেশ কয়েকদিন থাকতে হবে বা বেড়াতে গেলে- ভ্রমণ ও ভিন্ন আবহাওয়া বেশ ক্লান্ত করে তুলতে পারে। তাই এ ক্ষেত্রে আরামদায়ক হালকা ফেব্রিক ও হালকা রঙের পোশাক নির্বাচন করুন।
গ্রীষ্মকালে আবহাওয়া বেশ গরম থাকায় পরিবেশের সঙ্গে মানানসই ও হাল্কা রঙের পোশাক পরিধান বেশ প্রাণবন্ত করে তুলবে আপনাকে।
আরও পড়ুন- খেজুর খেলে কী হয় জানেন?
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে কর্মব্যস্ত থাকতে হয়। আবহাওয়ার প্রতি লক্ষ রেখে অফিসের পোশাকের রং নির্বাচন করা উচিৎ। এক্ষেত্রে সাদা, প্যাস্টেল, অ্যাশ, হাল্কা আকাশি, হাল্কা গোলাপি ইত্যাদি রং বেছে নেওয়া উচিৎ। বিশেষ করে হাল্কা বর্ণের পোশাক সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তিতে কিছুটা হলেও প্রশান্তি এনে দেয়।