প্রচ্ছদ ›› জাতীয়

আখেরি মোনাজাত: মেট্রোরেল চলবে বিকেল ৫টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৩ ০৯:৫৬:০৮ | আপডেট: ২ years আগে
আখেরি মোনাজাত: মেট্রোরেল চলবে বিকেল ৫টা পর্যন্ত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের যাতায়াতের জন্য আজ প্রথমবারের মতো ৯ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাত্রী পরিবহন করবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করবে।

 আরও পড়ুন- আখেরী মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের লাখো ধর্মপ্রাণ মুসলমান এতে সমবেত হয়েছেন। আজ রোববার চলছে দ্বিতীয় পর্বের ইজতেমার তৃতীয় দিনের বয়ান। বেলা ১১টার পর শুরু হবে আখেরি মোনাজাত।