প্রচ্ছদ ›› জাতীয়

কম দামে চাল পাবে ৫০ লাখ পরিবার

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২২ ১৯:১৭:৪২ | আপডেট: ৩ years আগে
কম দামে চাল পাবে ৫০ লাখ পরিবার
চাল

নিম্ন আয়ের ৫০ লাখ পরিবার প্রতি মাসে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল সহায়তা পাবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দেয়ার কথা বলেছেন তিনি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “চালের বাজারদর নিয়ন্ত্রণসহ স্বল্প-আয়ের মানুষের জন্য খাদ্যপ্রাপ্তি সহজলভ্য করার লক্ষ্যে আমরা ওএমএস কার্যক্রমের মাধ্যমে নিয়মিতভাবে সুলভমূল্যে চাল ও আটা বিক্রি করেছি। চলতি ২০২১-২০২২ অর্থবছরেও এ কর্মসূচিতে ৫ লাখ ৭০ হাজার টন চাল ও ৪ লাখ ৮৫ হাজার টন গমের ফলিত আটা বিতরণ করা হচ্ছে।”

এর মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ৫০ লাখ মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছিল। নতুন অর্থবছরে তা ৫ টাকা বাড়িয়ে ১৫ টাকা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, “আমরা ২০২২-২০২৩ অর্থবছরেও খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখব। ৫০ লাখ নিম্ন-আয়ের পরিবারকে বছরে কর্মাভাবকালীন সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং মার্চ ও এপ্রিল, অর্থাৎ ৫ মাসব্যাপী ১৫ টাকা কেজি দরে পরিবারপ্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণপূর্বক খাদ্য সহায়তা প্রদান করা হবে।”

আরও পড়ুন- ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার খসড়া বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী