প্রচ্ছদ ›› জাতীয়

করতোয়া নৌকাডুবি: আরও ১০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২০

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২২ ১২:১৮:২৪ | আপডেট: ২ years আগে
করতোয়া নৌকাডুবি: আরও ১০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২০
পুরনো ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার সকাল থেকে আরও ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম জানান, তৃতীয় দিনের মতো আজও উদ্ধার অভিযান শুরু করা হয়। নদীর বিভিন্ন এলাকা থেকে প্রথমে ৬ জনের লাশ পাওয়া গেছে। পরে আরও ৪ জনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। তবে এ ঘটনায় এখনও ২০ জন নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে ২৮ জন নারী, ১৫ জন পুরুষ ও ১৭ জন শিশু রয়েছে। এদের মধ্যে রোববার ২৪ জনের লাশ উদ্ধার করা হয়। সোমবার ২৬ জনের লাশ উদ্ধার করা হয়। আজ দুপুর ১২টা পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় জানান, অতিরিক্ত যাত্রী বহন ও নৌকার মাঝির গাফিলতির কারণে এতো মানুষের প্রাণহানি ঘটেছে। ৪৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ সৎকার করার জন্য স্বজনদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে প্রদান করা হয়েছে।

এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে হিন্দু কল্যাণ ট্রাস্টের ফান্ড থেকে মৃত ব্যক্তির পরিবারে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারকে ১ লাখ টাকা করে প্রদান করা হবে।

রোববার দুপুর আড়াইটার দিকে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। অতিরিক্ত যাত্রীর কারণে করতোয়া নদীতে ডুবে যায় নৌকাটি।

আরও পড়ুন-

করতোয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৭

নৌকাডুবিতে অতিরিক্ত যাত্রী বহনই দায়ী, উদ্ধার ৩২ মরদেহ

নৌকাডুবিতে মারা যাওয়া ২৪ জনের পরিচয় মিলেছে