প্রচ্ছদ ›› জাতীয়

জানো মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন বিজনেস পোস্টের আপ্পি

নিজস্ব প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২২ ১৮:৫৯:৫৮ | আপডেট: ২ years আগে
জানো মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন বিজনেস পোস্টের আপ্পি

জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের অধীনে মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন দ্য বিজনেস পোস্টের হেড অফ বাংলা এন্ড মাল্টিমিডিয়া আফিয়া আফরিন আপ্পি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক হোটেলের কনফারেন্স রুমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আরও পড়ুন- বদলে যাওয়া মেয়েদের গল্প

দেশের প্রত্যন্ত অঞ্চলের কিশোর-কিশোরীদের পুষ্টি, খাদ্যাভ্যাসের সংকট, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটাইজেশন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন করে এ পুরস্কার জিতেছেন আফরিন আপ্পি।

জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার চার সাংবাদিক এ ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। আফরিন আপ্পি ছাড়া অন্যান্যদের মধ্যে ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার হোসাইন মো. সজিবুর রহমান, দৈনিক প্রথম আলোর সাব-এডিটর তারেক আল হাসান এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারহানা জামান রয়েছেন।

পুরস্কার পাওয়া চারজন সাংবাদিকদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

আরও পড়ুন- মাসিক নিয়ে অকপটে কথা বলেন তারা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, নির্বাহী পরিচালক- আবু জাফর নূর মোহাম্মাদ, কেয়ার বাংলাদেশের পরিচালক আমানুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প পরিচালক মোহাম্মদ ফয়েজ কাউসার ও হেড অফ সেন্ট্রাল অ্যান্ড নর্দান রিজিওন প্রোগ্রাম মোঃ আশিক বিল্লাহ প্রমুখ।

সরকারের সহায়ক প্রকল্প হিসেবে রংপুর ও নীলফামারী জেলার ১৬৯ মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি ২৮টি মাদ্রাসায় কাজ করছে জানো প্রকল্প। এ প্রকল্পে সহায়তা দিচ্ছে- ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশন, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।