দেশে ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে মোট ৩০.৬৮ শতাংশ এবং ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৩৭.০১ শতাংশ জনসংখ্যা ইন্টারনেট ব্যবহার করছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
আরও পড়ুন- দেশে জনসংখ্যা বেড়েছে ২ কোটি, কমেছে জন্ম হার
প্রতিবেদনে গত তিন মাসে ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য তুলে আনা হয়েছে। সেখানে দেখা গেছে, ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে মোট ৩০.৬৮ শতাংশ এবং ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৩৭.০১ শতাংশ জনসংখ্যা গত তিন মাসে ইন্টারনেট ব্যবহার করেছে।
লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ইন্টারনেট ব্যবহারকারী ৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৩৮.০২ শতাংশ ছেলেশিশু এবং ২৩.৫২ শতাংশ মেয়েশিশু। আর ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৪৬.৫৩ শতাংশ পুরুষ এবং ২৮.০৯ শতাংশ নারী।
আরও পড়ুন- দেশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, উভয় শ্রেণির বয়সীদের মধ্যে গত তিন মাসে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা সর্বাধিক ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন রংপুর বিভাগে।