প্রচ্ছদ ›› রাজনীতি

‘ক্ষমতায় টিকে থাকতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে’

নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২২ ১৬:০৮:০৪ | আপডেট: ৩ years আগে
‘ক্ষমতায় টিকে থাকতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে’

ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, ‘কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, যেই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে তারা আবার সেই পুরনো কায়দায় ঠিক একইভাবে ত্রাস সৃষ্টি করছে। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা, তাদের বাড়ি-ঘরে হামলা; আজকে একটা ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে তারা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এখানে শপথ নিয়েছি কোনো ভয়ভীতি আমাদের দমন করতে পারবে না, বাংলাদেশের মানুষকে কোনো দিন দমন করতে পারেনি। সবকিছুকে মোকাবিলা করে দেশের জনগনকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে আমরা পাথরের মতো চেপে বসে থাকা এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে সরাবো। তাদের সরিয়ে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।’

তিনি বলেন, ১৯৭৫ সালের পরে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র, একদলীয় শাসনব্যবস্থা থেকে বাংলাদেশকে নতুন করে একটি বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন জিয়াউর রহমান। তার অত্যন্ত সফল নেতৃত্বে ‘তলাবিহীন ঝুঁড়ি’ বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার ভিত্তি রচনা হয়েছিল।

আরও পড়ুন: ৭ দলের ‘গণতন্ত্র মঞ্চ’ হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে ঐকমত্য

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যের বিষয় যে গণতন্ত্রকে জিয়াউর রহমান পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দীর্ঘ সংগ্রাম-লড়াই করতে হয়েছিল। তিনি এখনও এই গণতন্ত্রের জন্য গৃহে অন্তরীণ হয়ে আছেন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান অনির্বাচিত অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে নির্যাতন-হত্যা-গুম-খুনের মধ্য দিয়ে দেশে ত্রাস সৃষ্টি করেছে। তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, মূল বিষয়টা হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এ দেশের মানুষ সংগ্রামে নেমেছে, ইতোমধ্যে রাজপথে রক্ত ঝরেছে। ইনশাল্লাহ এর মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসবে।

আরও পড়ুন: যুবদলের নতুন কমিটি ঘোষণা