পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংক ও সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দাওয়াতের বিষয়ে নিয়ম জেনে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের আয়োজনে নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী ২৫ জুন সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে বিশ্ব ব্যাংককেও দাওয়াত দেয়া হবে। সেই সাথে দেশের সকল রাজনৈতিক দল বিরোধী, ডান-বামসহ সবাই দাওয়াত পাবেন। কারণ এটি জাতীয় অনুষ্ঠান।’
আরও পড়ুন- পদ্মা সেতুর উদ্বোধনীতে থাকছে জমকালো আয়োজন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাওয়াত পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেবো। এখন উনি তো সাজাপ্রাপ্ত। বিএনপি চেয়ারপারসন হিসেবে পাওয়ার কথা। তবে আমরা নিয়ম জেনে দেবো।’