প্রচ্ছদ ›› খেলা

রক্তযোদ্ধাদের চমেকে আসার অনুরোধ তামিমের

ক্রীড়া ডেস্ক
০৫ জুন ২০২২ ১০:০২:২৯ | আপডেট: ৩ years আগে
রক্তযোদ্ধাদের চমেকে আসার অনুরোধ তামিমের
সংগৃহীত

চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একইসঙ্গে রক্তযোদ্ধাদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন তিনি।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।

আরও পড়ুন- ঘন ঘন বিস্ফোরণ, পানির হাহাকার কাটাতে বৃষ্টি কামনা

ওই পোস্টে তামিম ইকবাল লেখেন, ‘চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সবাইকে অনুরোধ করব চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক। প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন। দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুণি ছুটে যান। আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন বলে জানা গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।