ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের মাকাসা বন্দরে ফেরি ডুবে ২৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ সুলাওয়েসি ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি।
বৃহস্পতিবার সকালে আবহাওয়ায় জনিত কারণে ৪২ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে যায়। এদের মধ্যে এখনও ২৫ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ করছে বলে জানিয়েছে দক্ষিণ সুলাওয়েসি ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জুনায়েদি।
আরও পড়ুন- চট্টগ্রামে জাহাজ ডুবি, নিখোঁজ ৫ নাবিক
জুনায়েদি বলেন, মাকাসার সমুদ্রবন্দর থেকে পাংকেপ রিজেন্সির কলমাস দ্বীপে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাগরে থাকা দুটি টাগবোট ১৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি বলেন, অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা শনিবার ডুবে যাওয়া ফেরির অবস্থান সম্পর্কে নতুন তথ্য পেয়েছে এবং সেখানে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। নিখোঁজ যাত্রীদের খুঁজতে স্থানীয় মাছ ধরার নৌকাসহ দুটি ফেরি ও একটি অনুসন্ধানকারী নৌকা কাজ করছে।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি, ২ জেলে নিখোঁজ
১৭শ’র বেশি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা প্রায়ই হয়ে থাকে। এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে একটি ফেরি ডুবে প্রায় ১৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।