দিনের প্রতিবেলা খাবারে নুডলস ছাড়া অন্য কিছু না দেয়ার অভিযোগে আদালতে বিবাহবিচ্ছেদ করেছেন ভারতীয় এক ব্যক্তি।
শনিবার ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসের এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কর্ণাটক রাজ্যের মাইসুরুর জেলা ও দায়েরা আদালতের বিচারক এম এল রঘুনাথের বিবরণে বিবাহবিচ্ছেদের এ ঘটনা সামনে এসেছে।
বিচারক রঘুনাথ জানান, ‘গত শুক্রবার তিনি যখন কর্ণাটক রাজ্যের বল্লারির জেলা আদালতের বিচারক ছিলেন, তখন তার কাছে এ বিবাহবিচ্ছেদের আবেদনটি আসে।
আরও পড়ুন- যেভাবে রান্না করবেন সুস্বাদু লাচ্ছা সেমাই
এতে স্বামী অভিযোগ করেন, নুডলস ছাড়া অন্য কোনো খাবার রান্না করতে জানতেন না তার স্ত্রী। ফালে তাকে সকালের নাশতা, দুপুরে ও রাতের খাবার হিসেবে ম্যাগি নুডলস দিতেন স্ত্রী। দোকানে গেলে শুধু ইনস্ট্যান্ট নুডলসই কিনে আনতেন তাঁর স্ত্রী।
রঘুনাথ জানান, শেষ পর্যন্ত পারস্পরিক সম্মতিতে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। তাই এই মামটির নাম দেয়া হয়েছিলো ‘ম্যাগি মামলা’।