প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২২ ১৫:৩০:২০ | আপডেট: ২ years আগে
যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

চলমান যুদ্ধের অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।

সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যক্ত হয়ে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, ‘যুদ্ধের অবসান ঘটাতে আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কারণ পুতিনই একমাত্র রুশ শীর্ষ কর্মকর্তা। যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সে ব্যাপারে আমি তার সঙ্গেই আলোচনা করতে চাই।’

আরও পড়ুন- কূটনীতিই পারে যুদ্ধ বন্ধ করতে: জেলেনস্কি

তিনি বলেন, ‘রুশ ফেডারেশনের প্রেসিডেন্টই দেশটির হয়ে সব সিদ্ধান্ত নেন। সুতরাং আমরা যদি তাকে ছাড়াই এ যুদ্ধ সমাপ্তির কথা বলি, তবে তা ফলপ্রসূ হবে না। প্রেসিডেন্ট (পুতিন) ছাড়া রুশ ফেডারেশনের আর কারও সঙ্গে কোনো ধরনের বৈঠক আমি মেনে নিতে পারি না। বৈঠকের একটিই বিষয়, সেটি হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই মুহূর্তে অন্য কোনো ধরনের বৈঠকের কোনো ভিত্তি নেই।’