শ্রীলঙ্কায় দেশব্যাপী জরুরি অবস্থা এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। বুধবার দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এ ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র বিষয়টি জানিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আরও পড়ুন- অবশেষে মালদ্বীপে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
এর আগে মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে মালদ্বীপে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
১৩ জুলাই রাজাপাকসে পদত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে এখনও পদত্যাগ করেননি। দেশটির চরম অর্থনৈতিক সংকট নিয়ে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
এখনও তার বাসভবন দখল করে রেখেছেন দেশটির বিক্ষুদ্ধ জনতা। তারা বলছেন, পদত্যাগের আগে তারা ওই বাসভবন ছাড়বেন না।