প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সংসদে চলছে ভোট, বিপর্যস্ত শ্রীলঙ্কার হাল ধরবেন কে?

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২২ ১১:৫১:২০ | আপডেট: ২ years আগে
সংসদে চলছে ভোট, বিপর্যস্ত শ্রীলঙ্কার হাল ধরবেন কে?

চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে গোপন ব্যালটে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা। বুধবার সকাল থেকে দেশটির পার্লামেন্টে শুরু হয় এ কার্যক্রম। এ নির্বাচনে যত সংখ্যক ভোট পড়বে তার ৫০ শতাশের বেশি যিনি পাবেন, তিনিই হবে নতুন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন তিন প্রাথী। খবর আল জাজিরার।

প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থী হলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা এবং বামপন্থি জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েক। তবে দেশটির বিরোধীদলীয় প্রার্থী সাজিদ প্রেমাদাসা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি সরে দাঁড়ানোয় পাল্টে গেছে হিসেব-নিকেশ।

আরও পড়ুন- শ্রীলংকায় প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন সাজিথ

যেভাবে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট
গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোট সংসদের মহাসচিবের মাধ্যমে পরিচালিত হয়, স্পিকারেরও একটি ভোট রয়েছে।

সংসদের প্রতিটি সদস্যের একটি একক ভোট রয়েছে। ক্রস চিহ্নের পরিবর্তে, তাদেরকে তাদের পছন্দক্রম অনুযায়ী ১ থেকে ৩ পর্যন্ত চিহ্নিত করতে হবে। কারণ, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন তিনজন প্রার্থী।

একজন প্রার্থীকে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। ভোটের সময় সংসদের ১০০ জন সদস্য উপস্থিত থাকলে বিজয়ীকে কমপক্ষে ৫১টি ভোট নিশ্চিত করতে হবে।

নতুন করে পার্লামেন্টের ২২৫ সদস্যের নির্বাচিত প্রেসিডেন্ট ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত গোটাবায়া রাজাপাকসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থনৈতিক সংকটের ফলে সৃষ্ট ক্ষোভে গোটাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

শ্রীলঙ্কায় ১৯৭৮ সালের পর এই প্রথম পার্লামেন্টের মাধ্যমে নির্বাচন হচ্ছে। এর আগে ১৯৮২, ১৯৮৮, ১৯৯৪, ১৯৯৯, ২০০৫, ২০১০, ২০১৫ ও ২০১৯ সালে ভোটারদের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন- যুক্তরাজ্যে চার দিনে ১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

অর্থনৈতিক সংকটে ওষুধ, জ্বালানি ও খাদ্যসহ প্রয়োজনীয় জিনিসের চরম অভাবের সাথে লড়াই করতে হচ্ছে শ্রীলঙ্কার ২২ মিলিয়ন মানুষকে। যে কারণে ক্ষমতাসীন রাজাপাসকে পরিবারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা দেশে।