নিজেদের দেশে দাম বৃদ্ধি রোধে সম্প্রতি বড় পরিসরে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। গত ১৩ মে এ নিষেধাজ্ঞা আরোপের কারণে ১৩ মে বা তার আগে এলসি করা গমের রপ্তানিও আটকে যায়।
এ অবস্থায় ১.৫ মিলিয়ন টন বা ১৫ লাখ টন গম রপ্তানির অনুমোদন দিয়েছে ভারত। খবর ইকোনমিক টাইমসের।
দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ২৮ মে এ সিদ্ধান্ত জানায়।
আরও পড়ুন- ভারতের গম রপ্তানির অর্ধেকই বাংলাদেশে
এদিকে, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছিলেন, ১০ লাখ টন রপ্তানি হতে পারে। যার প্রায় অর্ধেকেই রপ্তানি হবে বাংলাদেশে। রেল ও সড়কপথে বাংলাদেশে পৌঁছাবে এসব গম।
তিনি গতকাল ১০ লাখ টনের ধারণা করলেও, ১৫ লাখ টন গম রপ্তানির অনুমোদন এলো।