প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাকিস্তানে গ্যাসের দাম বাড়লো ৪৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২২ ১৩:২৫:৪৬ | আপডেট: ২ years আগে
পাকিস্তানে গ্যাসের দাম বাড়লো ৪৫ শতাংশ

সপ্তাহের ব্যবধানে জ্বালানি তেলের দাম দুই দফা বাড়ানোর পর ফের গ্যাসের দাম বাড়ালো পাকিস্তান সরকার।

গতকাল শুক্রবার গ্যাসের দাম ৪৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

শনিবার দ্য ডনের খবরে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরের আনুমানিক রাজস্ব প্রয়োজনীয়তার (ডিইআরআর) ওপর ভিত্তি করে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) জন্য ৪৫ শতাংশ এবং সুই সাউদার্ন গ্যাস কোম্পানির (এসএসজিসি) জন্য গ্যাসের দাম ৪৪ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

আরও পড়ুন- পাকিস্তানে এক লিটার রান্নার তেল ৬০৫ রুপি

নতুন ঘোষণা অনুসারে, এসএনজিপিএলের গ্রাহকদের জন্য প্রতি ইউনিট গ্যাসের দাম ২৬৬ দশমিক ৫৮ রুপি বাড়িয়ে ৮৫৪ দশমিক ৫২ রুপি এবং এসএসজিসির গ্রাহকদের জন্য প্রতি ইউনিটে ৩০৮ দশমিক ৫৩ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৭ দশমিক ৯২ রুপি নির্ধারণ করা হয়েছে।

এর আগে আইএমএফের সঙ্গে সমঝোতার আশায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুইবার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় পাকিস্তান।

আরও পড়ুন- পাকিস্তানে ৩০ রুপি বাড়ল পেট্রোল-ডিজেল-কেরোসিনের দাম

শুক্রবার থেকে দেশটিতে পেট্রলের দাম প্রতি লিটারে ৩০ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ২০৯ দশমিক ৮৬ রুপিতে। ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ২০৪ দশমিক ১৫ রুপি। কেরোসিন বিক্রি হচ্ছে ১৮১ দশমিক ৯৪ রুপিতে (বেড়েছে প্রায় ২৭ রুপি)। এর আগে গত ২৭ মে জ্বালানি তেলের দাম একই পরিমাণে বাড়িয়েছিল শাহবাজ প্রশাসন।